ক্যাটাগরি

চেহেলের হ্যাটট্রিকের পর রাজস্থানের নাটকীয় জয়

আইপিএলে সোমবার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতার বিপক্ষে রাজস্থানের জয় ৭ রানে। ২১৮ রানের লক্ষ্য তাড়ায় কলকাতা ২ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২১০ রানে।

নিজের প্রথম তিন ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেওয়া চেহেল যখন কোটার শেষ ওভারটি করতে এলেন, শ্রেয়াসকে ঘিরে কলকাতা দেখছিল জয়ের আশা।

লেগ স্পিনারের গুগলি বুঝতে না পেরে ওভারের প্রথম বলে স্টাম্পড হন ভেঙ্কাটেশ আইয়ার। পরের দুই বলে আসে ১ রান। এরপর ওয়াইড।

হ্যাটট্রিক যাত্রার শুরুটা শ্রেয়াসকে দিয়েই। সোজা বলে এলবিডব্লিউ হন কলকাতার অধিনায়ক, রিভিউ নিয়েও লাভ হয়নি (৫১ বলে ৮৫)। পঞ্চম বল ছক্কার চেষ্টায় লং অনে ধরা পড়েন শিভাম মাভি। ওভারের শেষ বলে প্যাট কামিন্স কট বিহাইন্ড হলে হ্যাটট্রিকের আনন্দে মাতেন চেহেল।

৩ ওভারে যখন দরকার ৩৮ রান, ট্রেন্ট বোল্টের ওভারে উমেশ যাদবের দুই ছক্কা ও একটি চারে ২০ রান এলে আবার ম্যাচে ফেরে উত্তেজনা।

১৯তম ওভারে প্রসিধ কৃষ্ণা দেন মাত্র ৭ রান। শেষ ওভারে প্রয়োজন ১১। তবে প্রথম চার বলে স্রেফ ৩ রান দিয়ে শেলডন জ্যাকসন ও উমেশের উইকেট নিয়ে রাজস্থানকে দারুণ জয় এনে দেন ওবেড ম্যাককয়। আইপিএল অভিষেকে ৪২ রানে ক্যারিবিয়ান বাঁহাতি পেসারের প্রাপ্তি ২টি।

চেহেল প্রথমবার আইপিএলে পাঁচ উইকেট নেন ৪০ রান দিয়ে। ম্যাচের সেরাও তিনিই। তবে ম্যাচের প্রথম ভাগে রাজস্থানের নায়ক জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যানদের দুর্দান্ত সেঞ্চুরিতে এবারের আসরে সর্বোচ্চ সংগ্রহ পায় রাজস্থান।

আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে ৬১ বলে ৫ ছক্কা ও ৯ চারে বাটলার খেলেন ১০৩ রানের বিস্ফোরক ইনিংস।

আইপিএলে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের ঘটনা এটিই প্রথম। চেহেলের তিন বলে তিন উইকেট আইপিএল ইতিহাসের ২১তম হ্যাটট্রিক।