ক্যাটাগরি

কয়েক সপ্তাহেই ইইউ সদস্যপদ প্রার্থী হতে পারে ইউক্রেইন: জেলেনস্কি

সোমবার জেলেনস্কি ইউক্রেইনে নিযুক্ত ইইউ দূতের কাছে প্রশ্নমালার ওই নথি জমা দেন। দুইজনের বৈঠকের যে ফুটেজ সরকার প্রকাশ করেছে তাতেই নথিটি জমা দিতে দেখা গেছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গত ৮ এপ্রিল ইউক্রেইনের রাজধানী কিইভ সফরকালে প্রশ্নমালার ওই নথি জেলেনস্কিকে দিয়েছিলেন। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেইনের ইইউ সদস্যপদপ্রাপ্তির চেষ্টায় ভান ডার লিয়েন ওই সময় এ প্রক্রিয়া দ্রুতই শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এক বৈঠকে জেলেনস্কি বলেন, “আমরা জোরালভাবে বিশ্বাস করি, আগামী কয়েক সপ্তাহে এই প্রক্রিয়া (সদস্যপদ প্রার্থিতা মঞ্জুর) সম্পন্ন হবে এবং আমাদের জনগণ স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে মূল্য দিয়েছে, তাদের সেই ইতিহাসের জন্য এটি ইতিবাচক হবে।”

এর আগে সোমবারই জেলেনস্কির কার্যালয়ের উপ-প্রধান ইহর ঝোভকভা বলেছিলেন, জুনে ইউরোপীয় কাউন্সিলের নির্ধারিত বৈঠকে সদস্যপদ প্রার্থী হিসেবে ইউক্রেইন বিবেচিত হতে পারে বলে তিনি আশা করছেন।