ক্যাটাগরি

নতুন মন্ত্রীদের শপথ পড়াতে পাকিস্তানের প্রেসিডেন্টের ‘অনীহা’

একাধিক সূত্রের বরাতে জিও নিউজ লিখেছে, সোমবার রাত সাড়ে ৮টায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করা হলে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট আলভি শপথ পরিচালনা করতে ‘অনীহা জানিয়েছেন’।

প্রেসিডেন্ট শপথ না পড়ালে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সেনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

প্রেসিডেন্ট হাউসের সূত্রের বরাতে জিও নিউজের খবরে বলা হয়েছে, পিছিয়ে যাওয়া এই শপথ অনুষ্ঠান মঙ্গলবার রাতে বা বুধবার হতে পারে।

তবে পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা শাহজেব খানজাদা জিও নিউজকে বলেছেন, মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি হবেন পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী, আহসান ইকবাল বিশেষ উদ্যোগ, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী, মিফতাহ ইসমাইল অর্থমন্ত্রী এবং রানা সানাউল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে।

এর আগে পিপিপি নেতা খুরশিদ শাহ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভায় পিএমএল-এনের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। এ দলের ১৪ জন মন্ত্রীর দায়িত্ব পাবেন।

এছাড়া পিপিপির ১১টি, জেইউআই-এফ চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে। বাকি সাত মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে অন্য শরিকরা।

এক সপ্তাহ আগে আস্থা ভোটে হেরে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ।

পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে বিরোধীদলগুলো অনাস্থা প্রস্তাব আনলে ডেপুটি স্পিকার তা বাতিল করে দিয়েছিলেন। এরপর প্রেসিডেন্ট আলভি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পার্লামেন্ট ভেঙে দেন।

কিন্তু সুপ্রিম কোর্ট ওই দুই সিদ্ধান্ত ‘অবৈধ’ ঘোষণা কর। সেই রায়ে শেষ পর্যন্ত আস্থা ভোট হয় এবং ইমরান খানের পিটিআই সরকারের পতন ঘটে।

ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ সদস্যের সমর্থন লাগে, সেখানে ১৭৪ সদস্যের সমর্থন পায় শাহবাজ নেতৃত্বাধীন বিরোধী জোট।