ক্যাটাগরি

বাংলাদেশি-আমেরিকান পুলিশের ইফতার মাহফিল

শনিবার নিউ ইয়র্কে কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে এ আয়োজন করেন তারা।

স্বাগত বক্তব্য দেন বাপার প্রেসিডেন্ট করম চৌধুরী। শুভেচ্ছা জানান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক ও জেনারেল সেক্রেটারি এ কে এম আলম।

উপস্থিত ছিলেন শেকিল চৌধুরী, ইথ্যান ফেল্ডার, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির প্রতিনিধি রোকেয়া আকতার, ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ডেপুটি মেয়র অ্যানি উইলিয়ামস ইসলম, সিটি মেয়রের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার ম্যানুয়েল ক্যাস্ত্রো, পুলিশ বিভাগের ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ, ৮৪ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার আদিল রানা ও ১১৫ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার জামিল আলতাহেরী।

অতিথিদের স্বাগত জানান আয়োজক সংগঠনের ট্রেজারার রাশেক মালিক, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিঁয়াজো জামিল সরোয়ার জনি, কম্যুনিটি লিঁয়াজো মাসুদ রহমান, করেসপন্ডিং সেক্রেটারি সাঈদ আলী, ট্রাস্টি জসীম মিয়া, নাভিদুল ইসলাম নিয়ন, মোহাম্মদ আলী চৌধুরী ও কে এম হাসনাত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!