ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গাজা ভূখণ্ড থেকে ছোড়া রকেটটি গুলি করে ভূপাতিত করেছে তারা।
গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাস আল আকসা মসজিদ প্রাঙ্গণে ও এর আশপাশে ইসরায়েলের মারমুখি আচরণ নিয়ে দেশটিকে সতর্ক করার পর ওই রকেট ছোড়ার ঘটনা ঘটে, তবে গাজার কোনো দল বা উপদল এ হামলার দায় স্বীকার করেনি।
কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ছোড়া ওই রকেটের জবাবে কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।
ফিলিস্তিনি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি বিমানগুলো হামাস ও গাজার অন্যান্য উপদলের ব্যবহৃত শিবিরগুলোতে হামলা চালায়। তবে হামলায় কেউ আঘাত পায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের লক্ষ্যস্থলগুলোর মধ্যে অস্ত্র তৈরির একটি কারখানাও ছিল।
দুটি প্রাচীন মন্দিরের অবশেষ হিসেবে ইহুদিদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত আল আকসায় শুক্রবার থেকে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘাত চলছে। এক বছর আগে আল আকসায় আশপাশজুড়ে চলা এ ধরনের সংঘর্ষের জেরেই ইসরায়েল-গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল।
মুসলমানদের কাছে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজানের মধ্যে এবার ইহুদির নিস্তারপর্ব উদ্যাপন ও খ্রিস্টানদের ইস্টার উৎসব পড়ায় আগে থেকেই জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছিল।
রমজানের মধ্যে ইসরায়েলিরা আল আকসায় অনধিকার প্রবেশ করেছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের।
আর ইসরায়েল বলছে, ফিলিস্তিনি প্রতিবাদকারীরা রাজনৈতিক উদ্দেশ্যে মুসলমানদের নামাজ ও ইহুদিদের সেখানে যাওয়া বন্ধ করতে চায়।
জেরুজালেমের উত্তেজনায় ইসরায়েলের সঙ্গে জর্ডানের বিদ্যমান নিরাপত্তা মিত্রতায় জটিলতা দেখা দিয়েছে। জর্ডান আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ক আর দেশটির বাসিন্দাদের মধ্যে সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীরাই সংখ্যাগরিষ্ঠ।
আম্মান জানিয়েছে, জর্ডানের বাদশা আব্দুল্লাহ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলেছেন, ইসরায়েলের আল আকসা নীতি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনের সম্ভাবনাকে ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ করছে। আম্মানে নিযুক্ত ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তিরস্কার করেছে জর্ডান।
জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনাহ পার্লামেন্টে বলেছেন, “দখলদার ইসরায়েলি সরকারের ছত্রছায়ায় আল আকসা মসজিদকে অপবিত্রকারী জায়নবাদীদের দিকে যারা পাথর ছুড়ছে আমি অবশ্যই তাদের প্রশংসা করবো।”
ইসরায়েল পুলিশ জানিয়েছে, রোববার জেরুজালেমের পুরনো শহরে ইসরায়েলি বাস লক্ষ্য করে ফিলিস্তিনিদের ছোড়া পাথরে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও ভ্রমণকারী ইহুদিদের ওপর হামলা চালানোর জন্য আল আকসার প্রতিবাদকারীরা পাথর মজুদ করছে বলে অভিযোগ করেছে তারা।
শুক্রবার আল আকসা মসজিদে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি ও আট ইসরায়েলি পুলিশ আহত হয় বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেরুজালেমের উত্তেজনা হ্রাসের চেষ্টায় রোববার মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি, ফিলিস্তিন ও আরব প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।