ক্যাটাগরি

এখনই শিরোপা নিশ্চিত ধরছেন না আনচেলত্তি

৩২ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ১৫ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।

৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে যথাক্রমে তিন ও চার নম্বর স্থানে আছে সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদ। যে গতিতে এগিয়ে যাচ্ছে রিয়াল তাতে শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি হয়ে যেতে পারে কয়েক ম‍্যাচ বাকি থাকতেই।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচে মাদ্রিদের দলটি জয় পেলে বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান হবে ১৮ পয়েন্টের। অন্য ম‍্যাচগুলোর সমীকরণ পক্ষে এলে ওসাসুনার বিপক্ষে ৩ পয়েন্টই লা লিগার শিরোপা ফেরাতে পারে সান্তিয়াগো বের্নাবেউয়ে।

তবে সুদীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী হওয়ায় চূড়ান্ত সাফল্য অর্জনের আগে তা নিয়ে আলোচনায় উৎসাহী নন আনচেলত্তি।

“আমরা খুব কাছাকাছি আছি, কিন্তু এটি এখনও শেষ হয়নি। আগামীকাল (বুধবার) আমাদের সামনে দুর্দান্ত একটি সুযোগ রয়েছে। আগামীকাল শিরোপার কাছাকাছি যাওয়ার একটি দুর্দান্ত সুযোগ আছে।”

গাণিতিক হিসাবে না গিয়ে স্রেফ নিজেদের কাজটা ঠিকমতো চালিয়ে যেতে চান ৬২ বছর বয়সী এই কোচ।

“আমাদের হিসাবটা সহজ। ওসাসুনার বিপক্ষে তিন পয়েন্ট ও এসপানিওলের বিপক্ষে তিন পয়েন্ট। (শিরোপা নিশ্চিত করতে) যদি আরও দরকার হয়, তাহলে আতলেতিকোর বিপক্ষে তিন পয়েন্ট।”

“আমার গণিতবিদ হওয়ার দরকার নেই, আমি ইতিহাস বেশি পছন্দ করি।”

দুই যুগেরও বেশি লম্বা কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিতেই লিগ শিরোপা জিতেছেন। একমাত্র লা লিগা জেতা বাকি তার।

আনচেলত্তি প্রথম দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন ২০১৩ সালে। তার হাত ধরেই দলটি ২০১৩-১৪ মৌসুমে জিতেছিল তাদের দশম চ্যাম্পিয়ন্স লিগ। শিরোপাহীন ২০১৪-১৫ মৌসুমের পর তাকে ছাঁটাই করেছিল ইউরোপের সফলতম দলটি।