মঙ্গলবার দুপুরে পল্লবী থানা এলাকার ১২ নম্বর সেকশনের ই ব্লকের ২
নম্বর সড়কের একটি বাসার সামনে থেকে রুহুল আমিন ওরফে রিপন নামের ৪৯ বছর বয়সী ওই
ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক
ব্যক্তি ‘অস্ত্র ও গুলি বিক্রির জন্য’ পল্লবী এলাকায় এসেছে খবর পেয়ে তারা সেখানে
যান।

“এস আই সজীব খানের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ
করে। এ সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।”
পরে তল্লাশি চালিয়ে তার কাছে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি
পিস্তল এবং সাদা কাগজে মোড়ানো দশ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “রিপন ক্রেতাদের চাহিদা অনুযায়ী যশোর থেকে অস্ত্র
সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল দীর্ঘদিন ধরে। তার নামে দেশের
বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।”