ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জে যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে
মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের
কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান।

গ্রেপ্তার জামিরুল ইসলাম (২৮) উপজেলার নয়নশুকা
কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াস্ট্যান্ড
এলাকার নাহালা ফিলিং স্টেশনের পূর্বপাশের মণ্ডল হোটেলের পিছন থেকে জামিরুলকে
গ্রেপ্তার করা হয়।

“তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার
করা হয়। তখন তার মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

র‌্যাব অধিনায়ক দাবি করেন, “জামিরুল প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানায়, তিনি অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন। তিনি
দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত।

মামলা দিয়ে জামিরুলকে সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।