ক্যাটাগরি

মারিউপোলের সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার নতুন সময়সীমা

মঙ্গলবার আত্মসমর্পনের জন্য বেঁধে দেওয়া পূর্ববর্তী সময়সীমা পার হয়ে মধ্যরাত ঘনিয়ে আসতে থাকার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেইনের কোনো সেনা আত্মসমর্পণ না করায় তারা তাদের প্রস্তাবের সময়সীমা নবায়ন করছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “পুরোপুরি মানবিক নীতির ওপর ভিত্তি করে রাশিয়ার সশস্ত্র বাহিনী ফের প্রস্তাব দিচ্ছে, ওই জাতীয়তাবাদী ব্যাটেলিয়ন এবং বিদেশি ভাড়াটে সেনারা মস্কোর স্থানীয় সময় ২০ এপ্রিল, বুধবার দুপুর ২টার মধ্যে তাদের সামরিক অভিযান বন্ধ করে অস্ত্র নামিয়ে রাখবে।”

মারিউপোলের মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনের উঠানে জড়ো হয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ছবি: রয়টার্স

মারিউপোলের মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনের উঠানে জড়ো হয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ছবি: রয়টার্স

এর আগে ইউক্রেইনীয় কমান্ডাররা জানিয়েছিল, তারা আত্মসমর্পণ করবে না।

মারিউপোলের বিশাল ইস্পাত কারখানা আজভস্তাইলে বেশ কিছু ইউক্রেইনীয় সেনা তাদের অবস্থান ধরে রেখেছে। রাশিয়া সেখানে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালাচ্ছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা। তার এ দাবির বিস্তারিত যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উপদেষ্টা মিখাইলো পদোইলাক টুইটারে লিখেছেন, “বিশ্ব অনলাইনে শিশুদের খুন হওয়া দেখেও চুপ করে আছে।” 

প্রায় আট সপ্তাহ ধরে ইউক্রেইনে আক্রমণ চালাচ্ছে রাশিয়ার বাহিনীগুলো। কিন্তু এ সময়ের মধ্যে তারা দেশটির কোনো বড় শহরের দখল নিতে পারেনি। এতে মস্কো বাধ্য হয়ে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দনবাসে রুশপন্থি ইউক্রেইনীয় বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চল ও এর আশপাশে মনোনিবেশ করতে বাধ্য হয়েছে, বলছে রয়টার্স।

সোমবার রাশিয়ার হাজার হাজার সেনা কামান ও রকেট হামলায় ছত্রছায়ায় ওই অঞ্চলে নতুন আক্রমণ শুরু করে, যাকে ‘দনবাসের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।

মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানার একটি অংশ থেকে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানার একটি অংশ থেকে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

এ পরিস্থিতিতে ইউক্রেইনকে আরও কামান ও এ জাতীয় অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সহায়তাটিও গত সপ্তাহের ৮০ কোটি ডলারের প্যাকেজের সমপরিমাণ হবে বলে ধারণা দিয়েছেন তারা। 

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এ আক্রমণে ইউক্রেইনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটির প্রায় ৫০ লাখ লোক প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার পরব উদযাপন, বেসামরিকদের সরে যাওয়া অনুমোদন ও মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়ার জন্য চার দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।