ক্যাটাগরি

সিলেটে করোনাভাইরাস পরীক্ষা শুরু

মঙ্গলবার দুপুরে মাইক্রোবায়োলজি
ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত ল্যাবে পরীক্ষা শুরু হয় বলে জানিয়েছেন
ওসমানী
মেডিকেল
কলেজ
হাপসাতালের
পরিচালক
ইউনুছুর রহমান জানান।

তিনি জানান, এ পরীক্ষাগারে এক সঙ্গে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যায়। সেক্ষেত্রে দুই
দফায় প্রতিদিন ১৮৮টি পরীক্ষা করা হবে।

ইউনুছুর রহমান আরও জানান, সিলেটে বিভাগের চার জেলার প্রত্যেকটি উপজেলা পর্যায়েও নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা পর্যায়
থেকে নমুনা সংগ্রহ করে তা এখানে পরীক্ষা করা হবে। পরীক্ষায় সময় লাগবে ৪ ঘন্টা।
নমুনা পরীক্ষার পর  সরকারী নির্দেশনা অনুযায়ী ফলাফল ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে।
আইইডিসিআর তা প্রকাশ করবে।

ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, নমুনা পরীক্ষা জন্য বিশেষায়িত ল্যাবে চারজন অধ্যাপকের
সমন্বয়ে ৩১ জন টেকনিশয়ান কাজ করছেন।

“এতদিন করোনাভাইরাস আক্রান্ত সন্দেভাজন ব্যক্তির অবস্থা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর কয়েকদিন অপেক্ষায় থাকতে হতো।”

তিনি বলেন, সিলেটে ল্যাব স্থাপনের ফলে এখন দ্রুত সেই ফলাফল জানার পাশাপাশি করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।