ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম
থানার আব্দুল্লাহপুর ও গাজীপুর জেলার পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার
করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- সোয়েম আহম্মেদ সোহেল (৩৯), মো. এনামুল হক (২৮), মো.
হোসেন আলী (২৪), মো. মিজানুর রহমান (৩০), এবং মো. মামুন মিয়া (৩৮)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি গামছা, একটি প্লাস্টিকের লাঠি, নাইলনের
রশি, একটি ওয়াকিটকি এবং একটি অ্যান্টেনাযুক্ত ল্যান্ডফোন জব্দ করার কথা জানিয়েছে ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার পুবাইলে কলেজ রেইলগেইট
এলাকার বাঁধন সড়কে ‘আন্তজার্তিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটি’ নামে কথিত এক সংস্থার
অফিস খুলেছিলেন সোহেল। নিজেকে তিনি ওই সংস্থার যুগ্ম পরিচালক হিসেবে পরিচয় দিতেন।
“তিনি লোকজনকে তার অফিসে ডেকে নিয়ে বিরল প্রজাতির তক্ষক দেখিয়ে প্রলোভন
দেখাতেন এবং কেনার জন্য বাধ্য করতেন। কেউ তক্ষক কিনতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি
দেখিয়ে কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করে সঙ্গে থাকা নগদ টাকা কেড়ে নেওয়া হত। দাবি করা
টাকা না দিলে ভিকটিমকে র্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার ভয় দেখাত।”
যার অভিযোগের ভিত্তিতে ওই অফিসে গোয়েন্দা পুলিশ অভিযানে যায়, তার নাম কামাল
হোসেন (৪৫)। বুধবার উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি মামলা তিনি দায়ের করেন।
এজাহারে বলা হয়, সোহেলের সাথে পরিচয় হওয়ার পর তার আমন্ত্রণে এক বন্ধুকে
সঙ্গে নিয়ে তার অফিসে গিয়েছিলেন কামাল হোসেন। সেখানে সোহেল তাদের একটি তক্ষক দেখায়
এবং বলে যে এটি একটি ‘বিরল এবং মহামূল্যবান প্রাণী’, বাংলাদেশে খুব কম পাওয়া যায়।
এই প্রাণী উচ্চ মূল্যে বিদেশে বিক্রি করা যায়।
সোহেল বলেন, ওই তক্ষক বিদেশে পাঠাতে পারলে এক থেকে দেড় কোটি টাকা পাওয়া
যাবে। এসব কথা বলে তিনি লোভ দেখাতে থাকলে কামাল দাম জানতে চান। সোহেল তখন বলেন, এর
বাজার মূল্য ৫০ লাখ টাকা, তবে তিনি ২০ লাখ টাকায় বিক্রি করতে রাজি আছেন।
কামাল আগ্রহ দেখালে সোহেল তাকে এক লাখ টাকা অগ্রিম দিতে বলেন। কিন্তু কামালের
কাছে অত টাকা ছিল না। শেষ পর্যন্ত তাদের দুই বন্ধুর কাছে থাকা ৫০ হাজার টাকা অগ্রিম
হিসেবে নেন সোহেল। কিন্তু বিষয়টি তিনি গোপন রাখার কথা বললে কামালের সন্দেহ হয়। পরে
তিনি মামলা দায়ের করেন।
সোহেলসহ গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন
অভিযোগে মামলা থাকার কথা বলা হয়েছে গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে।