এবারও তারা কথা বলেননি। তবে
শামীম ওসমান তার বক্তব্যে আইভীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেছেন বরাবরের মতই।
নারায়ণগঞ্জের ডিসি মঞ্জুরুল
হাফিজের সরকারি বাসভবনে বুধবার সন্ধ্যায় এই ইফতার মাহফিল হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ
সদস্য শামীম ওসমান বক্তব্যের শুরুতে বলেন, “এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, পুলিশ সুপার
সাহেব আছেন। সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা আছেন। আমার ছোট বোন মেয়র (সেলিনা হায়াৎ
আইভী) ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন।”
ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ-২
(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, জেলার পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জের
মুখ্য বিচারিক হাকিম ফারহানা ফেরদৌসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে গত রোববার শহরের মাসদাইরে
পুলিশ লাইন্সে জেলা পুলিশের ইফতার মাহফিলেও এক টেবিলে বসেন শামীম ওসমান ও মেয়র আইভী।
সেদিনও তারা কেউ কারও সঙ্গে কথা বলেননি।
তার আগে গত বছর ২৫ জুলাই
বার্ধক্যজনিত কারণে আইভীর মা মমতাজ বেগম মারা গেলে বাড়িতে গিয়ে আইভীকে সান্ত্বনা দেন
শামীম ওসমান।
পরস্পর প্রতিদ্বন্দ্বী আওয়ামী
লীগের এই দুই নেতা মাঝে মাঝে ইঙ্গিতপূর্ণ ভাষায় পরস্পরের সমালোচ করলেও বিভিন্ন কর্মসূচিতে
তাদের একসঙ্গেও দেখা যায়।