আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় শেষ ধাপে পা রাখে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
আগামী ১১ মে শিরোপা লড়াইয়ে ইউভেন্তুস খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। আগের দিন শেষ চারের দ্বিতীয় লেগে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইন্টার।
ঘরের মাঠে ৩২তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির দারুণ ভলিতে এগিয়ে যায় প্রতিযোগিতাটির বর্তমান ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান দানিলো।
পুরো ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে ফিওরেন্তিনা। অন্যদিকে, ইউভেন্তুসের ৮ শটের ৩টি লক্ষ্যে, যার দুটিই সফল।