ক্যাটাগরি

কলাবাগানে ধর্ষণ-হত্যা: মায়ের অসুস্থতায় সাক্ষ্য পেছাল

বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু ট্রাইবুনালের
ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত আগামী ২ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ
রেখেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “আজ নিহত স্কুলছাত্রীর মায়ের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আমরা সময়ের
আবেদন করি। বিচারক ২ জুন পরবর্তী তারিখ রেখেছেন।”

তিনি জানান, আসামির আইনজীবী বোরহান উদ্দিন তাদের
একটি গাড়ি তদন্ত কর্মকর্তার কাছ থেকে নিজেদের
হেফজতে নেওয়ার আবেদন করেছিল। গাড়ির বিষয়ে তদন্ত কর্মকর্তাকে এ ট্রাইবুনালে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বছরের
৭ জানুয়ারি
কলাবাগানে দিহান তার বাসা থেকে
তার বন্ধু
‘ও’
লেভেলের ওই
নারী শিক্ষার্থীকে
ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে
নিয়ে গিয়েছিলেন।
তবে তার
আগেই তার
মৃত্যু ঘটে।

পরদিন দিহানকে
আসামি করে
ধর্ষণ ও
হত্যার অভিযোগে
নারী ও
শিশু নির্যাতন
দমন আইনে
মামলা করেন
মেয়েটির বাবা।
পুলিশ তখন
দিহানকে গ্রেপ্তার
করে।

ঘটনার ১০
মাস পর
৮ নভেম্বর
দিহানকে একমাত্র
আসামি করে
মামলার অভিযোগপত্র
জমা দেন
পিবিআই পরিদর্শক
খালেদ সাইফুল্লাহ।
চলতি বছরের
১৬ ফেব্রুয়ারি
অভিযোগ গঠন
হয় আদালতে।
৩১ মার্চ ওই ছাত্রীর বাবার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচার কার্যক্রম।

পুরানো
খবর:

কলাবাগানে ধর্ষণ-হত্যার মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত বাবা
 

সাক্ষী আসেনি বলে পেছাল কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যার মামলার সাক্ষ্যগ্রহণ
 

কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যার মামলায় দিহান অভিযুক্ত