ক্যাটাগরি

‘কুমির’ পুতিনের কারণে ইউক্রেইন শান্তি আলোচনা ব্যর্থ হবে: জনসন

পুতিনের সঙ্গে বোঝাপড়া করা ‘পায়ে
কামড় দিয়ে থাকা কুমিরের সঙ্গে’ আলোচনা করার মতো আর ইউক্রেইনকে অস্ত্র সজ্জিত করা পশ্চিমা
দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,
ভারতে যাওয়ার পথে জনসন এসব কথা বলেন আর দেশটি সফরকালে তিনি ইউক্রেইনের যুদ্ধ নিয়ে নিরপেক্ষ
অবস্থান থেকে সরে আসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসাহিত করবেন।

তবে রাশিয়ার সঙ্গে দীর্ঘ দিন
ধরে মিত্রতার বন্ধনে আবদ্ধ ভারতের ক্ষেত্রে তার এ প্রচেষ্টা কতোটা সফল হবে তা নিয়ে
সংশয় প্রকাশ করেছেন তিনি।

জনসন জানান, পুতিন এটি পরিষ্কার
করে দিয়েছেন তিনি ইউক্রেইনের আরও অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চান এবং দেশটির রাজধানী কইভের
ওপর নতুন করে হামলা শুরু করতে পারেন।

তিনি বলেন,“আপনার পা কামড়ে ধরে
থাকা কুমিরের সঙ্গে আপনি কীভাবে আলোচনা করবেন? ইউক্রেইনীয়রা এ রকম কঠিন পরিস্থিতিরই
মোকাবেলা করছে। আমাদের ওই কৌশলই বজায় রাখতে হবে, তাদের অস্ত্র সরবরাহ করে যেতে হবে।”

জনসন জানান, শুক্রবার নয়া দিল্লিতে
মোদীর সঙ্গে যখন তার বৈঠক হবে তিনি ইউক্রেইনকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে উৎসাহিত করবেন।

তবে তারপরও হয়তো ভারত রাশিয়ার
সঙ্গে মিত্রতা বজায় রাখবে, এমন সম্ভাবনা মেনে নেন তিনি।   

বলেন, “ইউক্রেইন নিয়ে আমি এরই
মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি আর বুচায় যা হয়েছে ভারতীয়রা তার নিন্দা জানিয়েছে।
কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, যুক্তরাজ্যকে এটা স্বীকার
করতে হবে।”

বিশ্বে রাশিয়ার অস্ত্র ও তেলের
সবচেয়ে বড় ক্রেতা ভারত। জাতিসংঘে রাশিয়ার ইউক্রেইন আক্রমণের নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাবের
ভোটাভুটিতে ভারত ভোট দেওয়া থেকে বিরত ছিল আর মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞায়ও
দেশটি শামিল হয়নি।