জুনে ঢাকার
একটি মিলনায়তনে ব্যান্ডটি পারফর্ম করবে বলে জানিয়েছেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ঢাকা
ব্রডকাস্ট। ব্যান্ডের ফেইসবুক পেইজ থেকে এক ঘোষণাও বিষয়টি জানানো হয়েছে।
তরুণ দুই শিল্পী প্রীতম দাস ও সুমন ঘোষের গড়া ‘তালপাতার সেপাই’ কলকাতার
পাশাপাশি ঢাকার তরুণদের মাঝেও বেশ জনপ্রিয়।
ঢাকা ব্রডকাস্টের
সিইও রুদান আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুনেই কনসার্টটির আয়োজন করছেন
তারা; তারিখ ও ভেন্যু চূড়ান্ত করে শিগরিই ঘোষণা দেওয়া হবে।
চলতি বছরের
ফেব্রুয়ারি থেকে তাদের সঙ্গে কথাবার্তা চলছিল; করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা সম্ভবপর
হয়ে ওঠেনি।
রুদান
বলেন, “এবারই প্রথমবারের মতো ‘তালপাতার সেপাই’ ঢাকায় গান পরিবেশন করবে; ঢাকায় তাদের
ভালো একটি ফ্যান বেইজ আছে।”
২০১১ সাল
থেকে একসঙ্গে গান করছেন প্রীতম ও সুমন; ২০১৭ সালে ‘তালপাতার সেপাই’ ব্যান্ডের নামে প্রথম গান প্রকাশ করেন তারা।
পরবর্তীতে ‘মশাদের চুমু’, ‘চাঁদের
শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’সহ বেশ কয়েকটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি।
টলিউডের মুক্তির অপেক্ষায়
থাকা সিনেমা ‘চং চং’-এর সংগীত পরিচালনা করেছে ‘তালপাতার সেপাই’।