পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরে তল্লাশি চালিয়ে কারও সন্ধান মেলেনি।
সন্দ্বীপ থানার ওসি বশির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড, পুলিশ ও প্রশাসনের সদস্যরা সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত সাগরে তল্লাশি অভিযান চালিয়েছেন। তিন শিশুর খোঁজে শুক্রবারও তাদের অভিযান চলবে।
সন্দ্বীপে স্পিডবোট উল্টে শিশুর মৃত্যু, নিখোঁজ ৩
বুধবার সকালে কুমিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোটটি সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে প্রবল বাতাসে উল্টে যায়।

দুর্ঘটনার পর ১৮ জনকে উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় নুসরাত জাহান আনিকা নামে ১১ বছর বয়সী এক শিশুর লাশ; নিখোঁজ থাকে তিন শিশু।
নিখোঁজ শিশুদের মধ্যে মারা যাওয়া আনিকার ছোট দুই যমজ বোন আদিফা (৮) ও আলিভা (৮) রয়েছে। এছাড়া মনির হোসেন নামে ১০ বছর বয়সী আরেক শিশুও আছে।