এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১২ মে ‘অ্যামাজন
প্রাইম ভিডিও ইন্ডিয়া’য় দেখা যাবে ম্যাট্রিক্স
সিরিজের সর্বশেষ সিনেমাটি।
‘অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া’র ইন্সটাগ্রাম
হ্যান্ডেলে বৃহস্পতিবার একটি পোস্টে ঘোষণাটি দেওয়া হয়।
সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি
পেতে যাচ্ছে।
হলিউডি এ সিনেমায় বরাবরের মতোই ‘নিও’ চরিত্রে
অভিনয় করেছেন কিয়ানু রিভস এবং ‘ট্রিনিটি’ চরিত্রে
ক্যারি-অ্যান মস। সিনেমাটিতে সাতি চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা
চোপড়া।
‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ ম্যাট্রিক্স
ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন লানা ওয়াচস্কি ও লিলি ওয়াচস্কি।
সিনেমাটি গত বছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।