ইউটিউবে ‘মিথ্যাচারের’
অভিযোগে গুগলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এপ্রিলের শুরুতেই জানিয়েছিল
রাশিয়ার যোগাযোগ খাতের পর্যবেক্ষক সংস্থা।
রুশ কর্তৃপক্ষের
দাবি না মানলে মার্কিন কোম্পানি গুগলের বিরুদ্ধে বড় অংকের জরিমানা ধার্য করার হুমকি
এসেছিল তখনই।
রয়টার্স লিখেছে,
বিদেশি প্রযুক্তি কোম্পানি এবং সংবাদমাধ্যমের বিপরীতে রাশিয়ার তথ্য সরবরাহ নিয়ন্ত্রণের
একটি অঘোষিত লড়াই চলছে। গুগলের ওপর আরোপিত সাম্প্রতিক জরিমানা তারই অংশ।
মস্কোর টাগানস্কি
ডিস্ট্রিক্ট কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনের অভিযোগে দুটি মামলায় গুগলকে
৪০ লাখ রুবল ও ৭০ লাখ রুবল জরিমানা করা হয়েছে।
এ প্রসঙ্গে গুগলের
প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি রয়টার্স।
গুগল ইউক্রেইনে
রাশিয়ার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি এবং বেসামরিক হতাহতের যে তথ্য দিচ্ছে, তা মস্কোর চোখে
‘ভুয়া’ হিসেবে বিবেচিত। প্ল্যাটফর্মে এমন ‘ভুয়া’ তথ্যের উপস্থিতির কারণেই গুগলকে নতুন
করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
এ ছাড়া ইউটিউবে
ইউক্রেইনের ‘আজোভ ব্যাটেলিয়ন’-এর মতো ‘উগ্র-ডানপন্থি’ দলগুলোর তৈরি ভিডিওর উপস্থিতি
নিয়েও আপত্তি আছে মস্কোর।
রাশিয়ার সামরিক
আগ্রাসন ঠেকাতে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেইন। অন্যদিকে, রাশিয়ার ওপর একের পর
এক অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করে পুতিন প্রশাসনকে চাপের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র ও তাদের
মিত্ররা।
ইতোমধ্যে নিজ
ভূ-খণ্ডে ফেইসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম দুটি ব্লক করে দিয়েছে রাশিয়া। তবে ব্যাপক
চাপের মধ্যেও সেখানে ইউটিউব চালু আছে।
গুগলের
বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদসংস্থা ‘আরআইএ
নভোস্তি’। ইউটিউব ভিডিওতে রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর আহ্বান জানানো হচ্ছে বলে
অভিযোগ করা হয়েছে ওই মামলায়।