ক্যাটাগরি

বিকাশে কেনা যাচ্ছে বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকেট

বিকাশ অ্যাপের টিকেট আইকন থেকে কয়েকটি ধাপ পেরিয়েই কেনা
যাচ্ছে বাস, লঞ্চ ও বিমানের টিকেট।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনা
যাচ্ছে ট্রেনের টিকেট।

বাস, লঞ্চ ও বিমানের
টিকেট কিনতে বিকাশ অ্যাপের মূল স্ক্রিন থেকে ‘আরো’ অপশনে গেলেই
সেবাগুলোর লিস্টে পাওয়া যাবে ‘টিকেট’ আইকনটি। সেখান থেকে ‘বাস’, ‘লঞ্চ’ বা ‘বিমান’ নির্বাচন করতে
হবে।

বিমানের ক্ষেত্রে গ্রাহকরা বিডিটিকেটস, ফ্লাইট এক্সপার্ট ও
গোযায়ান থেকে টিকেট কেনার সুযোগ পাবেন বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

কয়েকটি সহজ ধাপে যাত্রা শুরুর স্থান, গন্তব্য, তারিখ, সিট
সংখ্যা, যাত্রার সময় ইত্যাদি নির্বাচন করে ব্যক্তিগত তথ্য পূরণ করার পর বিকাশ
পেমেন্টে কেনা যাবে টিকেট।

একইভাবে গ্রাহকরা বিডিটিকেটস, বাসবিডি, পরিবহন ডটকম ও সহজ
টিকেট থেকে বিকাশ পেমেন্টে বাসের টিকেট এবং বিডিটিকেটস থেকে লঞ্চের টিকেট কিনতে
পারছেন।

ট্রেনের টিকেট কাটতে হলে গ্রাহককে বাংলাদেশ রেলওয়ের
ই-টিকেটিং সার্ভিস ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রথমেই ব্যক্তিগত তথ্য পূরণ করে
রেজিস্টার করতে হবে।

এরপর লগ ইন করে যাত্রা শুরুর স্থান, গন্তব্য, তারিখ, ট্রেনের শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকেট’ এ ক্লিক করলে
ট্রেনের নাম ও সিট প্ল্যান দেখা যাবে। সিট ও বোর্ডিং স্টেশন নির্বাচন করার পর ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে
হবে।

এরপর যাত্রীর ব্যক্তিগত তথ্য, যোগাযোগের নম্বর এবং ই-মেইল
ঠিকানা টাইপ করার পর পেমেন্ট পদ্ধতিতে গেলে বিকাশ অপশন পাওয়া যাবে। ‘কনফার্ম পারচেজ’ বাটনে ক্লিক
করলেই খুলে যাবে বিকাশ পেমেন্ট গেটওয়ে।

পরের ধাপগুলোতে বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও
বিকাশ পিন দিয়ে ‘কনফার্ম’ করলেই টিকেট কেনা হয়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।