চাঁদপুর সদর
উপজেলা পরিষদ মিলনায়তনে ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে শুক্রবার বিকালে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।
দীপু মনি বলেন, একটি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে তা অত্যন্ত দু:খজনক। এটি কোনোভাবেই
কাম্য নয়।
”সবাই মনে করছেন,
এখানে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। শুধু ইন্ধন নয়, তৃতীয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ
ছিল; যার কারণে এত বড় সংঘর্ষ হয়েছে।”
তদন্তেও তা উঠে
এসেছে বলে জানান তিনি।
দীপু মনি বলেন, একটি
চিহ্নিত পক্ষ সবসময় শান্তি-শৃঙ্খলা নষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে
মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।
সোমবার
রাতে দুই দোকানের কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের
দোকান মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মধ্যরাত থেকে মঙ্গলবার সারাদিন
সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন, তাদের মধ্যে দুজন মারা যান।
সংঘর্ষে হতাহতদের
প্রাথমিক পর্যায়ে সহযোগিতা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তার পরও ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।
পরে মন্ত্রী উপজেলা
মিলনায়তনে এক হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা
প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌর মেয়র
জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানজিদা সাহনাজ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নিউ মার্কেটে সংঘর্ষ: তিন মামলায় আসামি সহস্রাধিক
নিউ মার্কেটের ঘটনায় ‘তারা’ সুযোগ নিয়েছে: পুলিশ
ব্যস্ত নিউ মার্কেট এলাকায় দিনভর সংঘাত, কার কী দায়?
বৈঠকে সমঝোতা, খুলছে নিউ মার্কেট
নিউ মার্কেটে সংঘাত: যে দুই দোকান থেকে সূত্রপাত, তার মালিক মকবুল প্রধান আসামি