বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মো. জানে আলম (৫৫) নামে ওই বাংলাদেশি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত হন।
নিহত জানে আলমের বন্ধু ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুজাইরাহতে বিদিয়া সানাইয়া সড়কে এলোপাতাড়ি রাস্তা পারাপারের সময় তাকে একজন মিশরীয় নাগরিক চালিত দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।“
নিহত প্রবাসী জানে আলমের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার জাফরনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে।
স্ত্রী, এক পুত্র এবং তিন কন্যার সংসারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ১৫ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। সেখানে তিনি ভবন মেরামত ও পুনর্নির্মাণের কাজ করতেন।
তার লাশ জুরাইয়াহর খোরফাক্কান হাসপাতালের হিমঘরে রয়েছে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |