ক্যাটাগরি

শিমুলিয়ায় লঞ্চ চলার সময় বাড়ল ২ ঘণ্টা

২৫ এপ্রিল থেকে ২০ দিনের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয় বলে জানান শিমুলিয়া নদীবন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।

শুক্রবার সকালে তিনি জানান, বৃহস্পতিবার লঞ্চ মালিক সমিতি সময়সীমা বৃদ্ধির জন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেকের কাছে আবেদন করেন। লিখিত আবেদনে বলা হয়, রাত ৮টায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা বিপাকে পড়েন। তাদের টার্মিনালের খোলা জায়গায় রাতভর থাকতে হয়। ঈদে যাত্রীদের চলাচলে সুবিধার্থে সময় দুই ঘণ্টা বৃদ্ধি করলে যাত্রীদের ভোগান্তি কমবে। আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সময়সীমা বৃদ্ধির অনুমতি দেন।

এ নৌপথে ৮৬টি লঞ্চ চলাচল করে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি নৌপথে লঞ্চ চলাচল করবে। বর্তমান সময়ে এ নৌপথে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করে।