শুক্রবার
কয়েক ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হল।
বিকালে
উরকিরচর এলাকা থেকে মনির হোসেন ওরফে সৈকত নামে ১০ বছর বয়সী আরেক শিশুর লাশ উদ্ধার করার
কথা জানান সন্দ্বীপ ফায়ার স্টেশনের কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া।
বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, উরকিরচরের যে স্থান থেকে সকালে আট বছরের জমজ এক বোন
আদিফার লাশ উদ্ধার করা হয়, তার কাছাকাছি স্থান থেকে বিকালে মনিরের মহদেহ পাওয়া যায়।
সন্ধ্যার
পর উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। অপর শিশু আদিফার জমজ বোন আলিভার খোঁজে সকালে পুনরায়
অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।
সন্দ্বীপে স্পিডবোট উল্টে নিখোঁজ আরেক শিশুর মৃতদেহ উদ্ধার
গত বুধবার
সকালে কুমিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ওই স্পিডবোট সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি
গিয়ে প্রবল বাতাসে উল্টে যায়।
দুর্ঘটনার
পর ১৮ জনকে জীবিত এবং নুসরাত জাহান আনিকা নামে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা
হয়। তখন আরও তিন শিশু নিখোঁজ থাকার কথা জানান তাদের স্বজনরা।
নিখোঁজ
তিন শিশুর মধ্যে আনিকার আট বছর বয়সী দুই যমজ বোন আদিফা ও আলিভা এবং মনির হোসেন সৈকত
নামে আরেকটি শিশু ছিল।
এদের মধ্যে
সকালে আদিফা ও বিকালে মনিরের লাশ উদ্ধার করা হয়।