চেশায়ার পুলিশ বুধবার অভিযোগ পাওয়ার পর তদন্ত করেছে। ইংলিশ ডিফেন্ডারকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার প্রমাণ পেয়েছে তারা।
সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষিত কুকুর দিয়ে অভিযান চালায় পুলিশ। বাগদত্তা ও দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকেন ম্যাগুইয়ার।
চলতি মৌসুমে ইউনাইটেড সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারছে না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর প্রিমিয়ার লিগেও সেরা চারে থাকা কঠিন হয়ে পড়েছে দলটির জন্য।
৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে- টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল।
ম্যাগুইয়ারের পারফরম্যান্সও মন ভরাতে পারছে না সমর্থকদের। ফলে স্টেডিয়াম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাদের ক্ষোভের মুখে পড়ছেন তিনি।
ম্যাগুইয়ারের একজন মুখপাত্র জানান, শনিবারের আর্সেনাল ম্যাচের জন্য প্রস্তুতি চালিয়ে যাবেন এই ডিফেন্ডার।
“গত ২৪ ঘণ্টায় হ্যারি তার বাড়িতে একটি হুমকি পেয়েছেন। তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তারা এখন বিষয়টি খতিয়ে দেখছেন।”
“নিজের পরিবার ও তার আশপাশের লোকজনের নিরাপত্তার বিষয়টি অবশ্যই হ্যারির কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। একই সঙ্গে আর্সেনাল ম্যাচের জন্য তিনি স্বাভাবিক প্রস্তুতি চালিয়ে যাবেন।”