ক্যাটাগরি

রাজশাহীতে গ্রাম্য চিকিৎসককে গলাকেটে হত্যা

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আব্দুল মান্নান (৬০) কানজগাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে। শলুয়ার মালেকার মোড়ে একটি ওষুধের দোকান চালাতেন তিনি।

মান্নানের পরিবারের বরাতে শলুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাবদুল ইসলাম জানান, মান্নান শুক্রবার বিকালে ইফতার নিয়ে নিজের পাটক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে রাত সাড়ে ৭টার দিকে পাট ক্ষেতের পাশের কলা বাগানে লোকজন তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে জানান এ পুলিশ কর্মকর্তা।