উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সন্ধ্যায় তার ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
জাহাঙ্গীর বলেন, গ্রামের সামনের মাঠে তৈরি ধানখলায় হাওর থেকে নিয়ে আসা কাঁচা ধান স্তুপ করে রাখছিলেন রবীন্দ্র ও টিপু। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কুলঞ্জ ইউপির চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বলেন, দুই কৃষকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পরে রাতেই সৎকার করা হয়।
মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি।