রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে,
২৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব গুতেরেস মস্কো যাবেন, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন তাকে স্বাগত জানাবেন।
এ সফরে গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলবেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব
মঙ্গলবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের দুপুরের
খাবার খাবেন ও বৈঠক করবেন।
এখান থেকে বৃহস্পতিবার তিনি ইউক্রেইনের
রাজধানী কিইভ যাবেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী
দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাশিয়া ও ইউক্রেইন যুদ্ধের বিষয়ে
মধ্যস্থতায় আরও সক্রিয় ভূমিকা নিতে সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের ওপর চাপ বাড়ছিল।
১৯ এপ্রিল জাতিসংঘে রাশিয়া ও
ইউক্রেইনের স্থায়ী মিশনে বার্তা পাঠিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রেসিডেন্ট, ভ্লাদিমির
পুতিন ও ভলোদিমির জেলেনস্কিকে তাদের নিজ নিজ রাজধানীতে তাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ
করেন গুতেরেস।
ওই বার্তায় তিনি দুই নেতার প্রতি
‘ইউক্রেইনের শান্তি আনতে জরুরি পদক্ষেপ নিতে’ আলোচনার আহ্বান জানান।
এর একদিন আগে জাতিসংঘ মহাসচিব
অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদাযের ইস্টার পরব উপলক্ষ্যে ২১ এপ্রিল থেকে চার দিনের জন্য
ইউক্রেইনে মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন।
রাশিয়া এবং ইউক্রেইন, উভয় দেশ
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য।