সম্প্রতি খান মহলে
আয়োজিত এ দোয়া মাহফিলে প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার
ছেলুন এমপির রোগমুক্তি এবং রাজ্জাক খান রাজের মরহুম বাবা ও মাসহ চুয়াডাঙ্গাবাসীর কল্যাণে
দোয়া করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে জানানো হয়, আওয়ামী
লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য রাজের গ্রামের বাড়ি আয়োজিত এ ইফতার মাহফিলে
ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা এবং স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি
ছিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান,
আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেস
ক্লাবের সভাপতি সরদার আল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেনুল হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সভাপতি
আব্দুল কাদের ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান
চাঁদ।