ক্যাটাগরি

টাঙ্গাই‌লে ফ্যান খুলে প‌ড়ে ২ শিশুর মৃত্যু, আহত মা

রোববার দুপু‌রে উপ‌জেলার পুর্নবাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে বলে ভুঞাপুর থানার ওসি মো. ফ‌রিদুল ইসলাম জানান।

মৃতরা হল-ওই এলাকার ইউসুফের ছয় বছরের ছেলে সা‌জিম ও চার মাসের ছেলে সানি।

তাদের মা সা‌হিদা বেগমকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এলাকাবাসী জানায়, ইউসুফের স্ত্রী ও দুই ছেলে ঘরে ফ্যান ছেড়ে ঘুমিয়েছিল। এ সময় সি‌লিং ফ্যান খুলে পড়লে ঘটনাস্থলেই সানির মৃত্যু হয়। পরে সা‌জিমকে স্থানীয় ফার্মেসিতে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু হয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে গেছে। ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়‌নি।