শনিবার
দুপুরের পর শিশুটি নিখোঁজ হয়। সন্ধ্যায় বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া
যায়।
ওইদিনই
তাদের প্রতিবেশী ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘ধর্ষণ’ ও
‘হত্যার’ কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার
ওই কিশোরকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
মান্দা
থানার ওসি শাহিনুর রহমান জানান, শিশুটিকে কৌশলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর
ঘটনাটি প্রকাশ হওয়ার ভয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে বখাটে কিশোর।
“প্রাথমিক
জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। তার দেওয়া
তথ্যের ভিত্তিতে খুনের বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে।”
এই
ঘটনায় শিশুটির বাবার করা নারী ওশিশু নির্যাতন দমন আইনের মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার
দেখানো হয়েছে বলে ওসি জানান।
মরদেহ
উদ্ধার করে ময়নতদন্তের জন্য নওগাঁ
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নিহত
শিশু ১ম শ্রেণির ছাত্রী এবং ওই কিশোরের একই গ্রামের বাসিন্দা।
নিহত
শিশুর কয়েকজন সহপাঠী সাংবাদিকদের জানায়, শনিবার দুপুরে তারা কয়েকজন খেলাধুলা
করছিল। পরে তারা বাড়ি চলে গেলেও ওই শিশু তখনও যায়নি। তারা যাওয়ার সময় বাঁশ ঝাড়ের
কাছে ওই কিশোরকে সেখানে ঘোরাফেরা করতে দেখেছে।
নিহতের
মা বলেন, প্রতিবেশী একটি বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। মিলাদের আয়োজনে ব্যস্ত
ছিলেন গ্রামের লোকজন। অনুষ্ঠানে আশপাশের শিশুরাও ছোটাছুটি করছিল। তার মেয়েও তাদের
সঙ্গে ছিল। এ জন্য তাকে চোখে চোখে রাখার তেমন প্রয়োজন মনে করিনি।
“সামান্য
এ অবহেলায় নাড়িছেঁড়া ধনকে আজ হারাতে হলো।”
স্থানীয়
ইউপি সদস্য হারুন-অর-রশীদ বলেন, শনিবার বিকাল ৪টার পর হঠাৎ শিশুটি নিখোঁজ হয়।
তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। ইফতারের সময়
মিলাদ বাড়ির অদূরে একটি বাঁশ ঝাড়ে শিশুর মরদেহ পাওয়া যায়।
“শিশুটি
সেখানে নগ্ন অবস্থায় পড়ে ছিল। মুখে ঢোকানো ছিল কাপড়। অবস্থা দেখে শিশুটির সঙ্গে
খারাপ কিছু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি
শাহিনুর রহমান আরও বলেন, নিহত শিশুর দুই সহপাঠীর তথ্য ও সন্দেহের সূত্র ধরে ওই
কিশোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর তার মুখে শিশুটির প্যান্ট
গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছে সে।
“পরে
তার দেওয়া তথ্যমতে বেশকিছু আলামতসহ শিশুটির প্যান্টের বাকি অংশ আত্রাই নদীর
তীরবর্তী ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।”
এদিকে,
রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার
আব্দুল মান্নান মিয়া বলেন, গ্রেপ্তার ওই কিশোরকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।