ক্যাটাগরি

‘হৃদরোগে আক্রান্ত’ সংগীতশিল্পী তৌসিফ

রোববার বিকালে এক ফেইসবুক পোস্টে অসুস্থতার খবর দেন তিনি। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় ‘বুকে ব্যথা’ নিয়ে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের জরুরি বিভাগে গিয়েছিলেন; পরীক্ষা-নিরীক্ষার পর তার ‘হৃদরোগ’ শনাক্ত হয়েছে।

তৌসিফ জানান, চিকিৎসকরা তাকে বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন; ঈদের পরই অস্ত্রোপচার করাবেন।

শনিবার সন্ধ্যায় জরুরি বিভাগে ছয় ঘণ্টা পর্যবেক্ষণের রাখার পর চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে বলে জানান তৌসিফ।

“বাসায় আমি একা। ঈদের ছুটিতে পরিবারের সবাই গ্রামে চলে গেছে। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

৩৪ বছর বয়সী তৌসিফ কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন বলেও জানালেন।  

‘বৃষ্টি ঝরে যায়’ গানটির মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান এ শিল্পী; ‘দূরে কোথাও’, ‘আমারে ছাড়িয়া’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ বেশ কিছু গান রয়েছে তার।