ক্যাটাগরি

সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে চুপ জেসুস

ব্রিটিশ গণমাধ্যমের
খবর, বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ তারকা আর্লিং হলান্ডকে দলে ভেড়াতে বেশ এগিয়ে সিটি। সেটা
সত্যি হলে সিটির জার্সিতে জেসুসের খেলার সময় আরো কমে যাবে। 

সিটির সঙ্গে ২৫ বছর
বয়সী তারকার চুক্তি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।

আরও একজন ফরোয়ার্ড
এলে তিনি সিটিতে থাকবেন কি-না, এবং নিজের জায়গার জন্য লড়বেন কি-না, গণমাধ্যমের এমন
প্রশ্ন এড়িয়ে গেলেন জেসুস।

“এখন এনিয়ে ভাবার সময় নয়। আপনি হয়তো চাচ্ছেন আমি
এ নিয়ে বলি, কিন্তু এটাই সত্য। এখন মৌসুমের সেরা সময়। আমি এটা উপভোগ করতে চাই, দলের
প্রতি মনোযোগ দিতে চাই, আমার সতীর্থদের সঙ্গে প্রিমিয়ার লিগের জন্য লড়াই করতে চাই।”

প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের
বিপক্ষে গত শনিবার নিজেদের সবশেষ ম্যাচটি ৫-১ গোলে জেতে সিটি। জেসুস একাই করেন চার
গোল। দলকে লিগ জয়ে সহায়তা করাই নিজের লক্ষ্য বলে জানান জেসুস।

“আমার সতীর্থদের সঙ্গে আমি এটি (প্রিমিয়ার লিগ
শিরোপা) তিনবার জিতেছি। আমি জানি এর অনুভূতিটা কেমন এবং আমি আবারও এই স্বাদ পেতে চাই।
এরপর, অবশ্যই রিয়াল মাদ্রিদের বিপক্ষে মঙ্গলবার আমাদের কঠিন একটা ম্যাচ (চ্যাম্পিয়ন্স
লিগের সেমি-ফাইনাল) আছে এবং আমার নজর সেদিকেই।”

প্রিমিয়ার লিগে ৫
ম্যাচ হাতে রেখে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে সিটি। ৩৩ ম্যাচে
৮০ পয়েন্ট পেপ গুয়ার্দিওলার দলের। ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের পয়েন্ট সমান ম্যাচে ৭৯।