ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে
আরটিভিতে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সৈয়দ আশিক রহমানের প্রযোজনায়
সিনেমাটি পরিচালনা করেছন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; রাজের গল্পে চিত্রনাট্য
লিখেছেন মারুফ রহমান।
আরটিভির অনুষ্ঠান প্রযোজক ও
চলচ্চিত্র সমন্বয়ক সুজন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়েব চলচ্চিত্র
হিসেবেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে; শিল্পীদের সঙ্গে সেইভাবেই চুক্তির হয়েছে।
ঈদ উপলক্ষে আরটিভিতে একবার
প্রচারের পর ওটিটি প্ল্যাটফর্ম আরটিভি প্লাসে সিনেমাটি প্রকাশ করা হবে বলে জানান
তিনি।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে
নির্মিত এ সিনেমায় তাহসান ও তিশা ছাড়াও শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল
বাশার, মিলি বাশারসহ আরও অনেকে অভিনয় করেছেন।