তবে সিসি ক্যামেরার
ভিডিও দেখে চোরকে চিহ্নিত করা হয়েছে বলে জানান মাসুদ।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে
নিজ কার্যালয়ে সাংবাদিকদের ঈদযাত্রা সম্পর্কে সংবাদ সম্মেলন করছিলেন মাসুদ। তখন তার
টেবিলে রাখা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন চুরি হয়।
চোর ধরা পড়েছে কি না-
সোমবার জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসি ক্যামেরায় চোর সেদিনই শনাক্ত হয়েছে। তবে তাকে এখনও আটক করা
যায়নি। এখন চোর ধরার জন্য অপেক্ষা করতে হবে।”
মাসুদ জানান, সেদিন সংবাদ
সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি তার বাম পাশে এসে দাঁড়িয়েছিলেন।
সেখানে একটি কাগজের ছবি তুলতে সাংবাদিকদের সাহায্য করার সময় ওই ব্যক্তি তার ডান পাশে
এসে টেবিলে রাখা মানিব্যাগ ও দুটি ফোন নিয়ে চলে যান।
“ব্রিফিং চলছিল, আমি তো ব্যস্ত ছিলাম ব্রিফিংয়ে।
এতগুলো মানুষ ছিল সেখানে। কেউ তখন খেয়ালই করল না ব্যাপারটা!”
সেদিনের সংবাদ সম্মেলনে মাসুদ সারওয়ার।
মাসুদ জানান, তার মানিব্যাগে
৪৫ হাজারের বেশি টাকা ছিল। আর অ্যান্ড্রয়েড ফোন দুটির একটি সরকারি, অন্যটি তার
ব্যক্তিগত।
ওই কক্ষে থাকা একাধিক ক্যামেরার
ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, স্টেশন ব্যবস্থাপক চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই
ব্যক্তি দুটি ফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরে তাকে স্টেশন চত্বরে খুঁজে
পাওয়া যায়নি।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায়
একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।