শিশুর বাবা রোববার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এই
মামলা করেন বলে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান।
প্রধান আসামি উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর কন্টিপাড়ার
সুরুজ মণ্ডলের ছেলে এমাজ উদ্দিন (৪৫)।
ওসি মামলার নথির বরাতে জানান, শুক্রবার বেলা ১২টার
দিকে শিশুটি কন্টিপাড়া এলাকায় আলমগীর মিয়ার বাড়িতে সেলাই করতে দেওয়া নতুন জামা আনতে
যায়। পথে এমাজ উদ্দিন তাকে কৌশলে ডেকে বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না
বলার জন্য ভয়ভীতি দেখান। কিন্তু শিশুটি তার মাকে সব বলে দেয়।
শিশুর বাবার অভিযোগ, তিনি আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা
করলে এমাজ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেন। এ ঘটনায় শালিসের চেষ্টাও করেন স্থানীয়রা।
পরে তিনি মামলা করেন।
পুলিশ এখনও কোনো আসামিকে ধরতে পারেনি।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি ধরতে
পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে। আর ধর্ষণের শিকার শিশুকেকে শেরপুর সদর হাসপাতালে
পাঠানো হয়েছে।