সোমবার রাতে একটি বিশেষ বিমানে তারা দেশের উদ্দেশে
বাংলাদেশ ছাড়েন বলে রাশিয়ান স্টেট নিউক্লিয়ার করপোরেশনের (রোসাটম) বাংলাদেশের
কর্মকর্তা ফরহাদ কামাল জানান।
রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভের উদ্ধৃতি দিয়ে
ফরহাদ কামাল বলেন, এরা সবাই সুস্থ আছেন। যদিও রূপপুর প্রকল্প সাইটে কোনো করোনাভাইরাসের
সংক্রমণের ঘটনা নেই, তবুও দেশে ফেরার পর তাদের ১৪ দিন আইসোলেশনে কাটাতে হবে।
“এই ১৭৮ কর্মকর্তা-কর্মচারী রাশিয়া ফিরতে চেয়েছিলেন
বলে তাদের দেশে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে রোসাটম মচাপরিচালক জানান।”
এদের অনুপস্থিতিতে রূপপুর প্রকল্পের কাজের কোনো
ব্যাঘাত ঘটবে না উল্লেখ করে ফরহাদ বলেন, “করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে
সবাই আবার কর্মস্থলে ফিরে আসবেন।”