ক্যাটাগরি

ম্যাক্রোঁকে অভিনন্দন জানালেন পুতিন-জেলেনস্কি

পুতিন টেলিগ্রাম করে ম্যাক্রোঁকে অভিনন্দন জানান বলে এক বিবৃতিতে জানায় ক্রেমলিন।

এতে বলা হয়, ‘‘পুতিন টেলিগ্রামে রাষ্ট্রীয় কার্যক্রমের ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে সাফল্য কামনার পাশাপাশি তার সুস্বাস্থ্য এবং মঙ্গলও কামনা করেছেন।”

জেলনস্কি টুইটারের ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানান। তিনি ম্যাক্রোঁকে একজন ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন ‌এবং রাশিয়া আক্রমণের পর ইউক্রেইনের প্রতি ফ্রান্সের সমর্থনের জন্য তার প্রশংসা করেন।

আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার
 

তিনি বলেন, ‘‘আমি জানি আমরা একসঙ্গে একটি সর্বাত্মক বিজয়ের দিকে অগ্রসর হচ্ছি।”

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই এই যুদ্ধ আটকাতে চেষ্টা করে এসেছেন ম্যাক্রোঁ। ইউক্রেইনে আগ্রাসন শুরু আগেই তিনি মস্কো সফরে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে আগ্রাসনে না যাওয়ার অনুরোধ করেন।

ওই সময় ম্যাক্রোঁর ছোটাছুটি আন্তর্জাতিক রাজনীতিতে নজর কেড়েছিল।

যুদ্ধ শুরুর পরও তিনি যুদ্ধ থামাতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। তারপর কয়েক দফা পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ম্যাক্রোঁ।