ক্যাটাগরি

বিদেশে প্রশিক্ষণে সংস্থার কর্মকর্তাদের অগ্রাধিকার চায় সংসদীয় কমিটি


ধরনের কার্যক্রমকে ‘অর্থের অপচয়’ আখ্যা দিয়ে কমিটি বলেছে, ভবিষ্যতে বিদেশে প্রশিক্ষণে
মন্ত্রণালয় বা সংস্থার নিজস্ব কর্মকর্তাদের অগ্রাধিকার দিতে হবে।

বুধবার
সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “সেফটি সিকিউরিটির বিষয়ে রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইন্সটিটিউট
স্থাপন করা হচ্ছে। এখনও এর কাজ চলমান। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সিঙ্গাপুরসহ বিভিন্ন
দেশে দুটি ব্যাচে বেশ কয়েকজন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।

“কিন্তু যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের অর্ধেকের বেশি মন্ত্রণালয় বা
সংস্থার নিজস্ব কর্মকর্তা
নন। প্রশিক্ষণের পর তারা বদলি হয়ে অন্যত্র চলে গেছে। সরকারের অর্থ ব্যয় করে বিদেশে
প্রশিক্ষণ দিয়ে আনলেও সেটা কাজে আসেনি। এজন্য আমরা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণে ৮০
শতাংশ নিজস্ব কর্মকর্তাদের বাছাই করতে বলেছি।”

কলকারখানা
ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতায় রাজশাহী মহানগরীর তেরখাদিয়ায় জাতীয় পেশাগত
স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটটি স্থাপনের কাজ চলমান রয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
যেসব কর্মকর্তা কর্মচারী মন্ত্রণালয় ও সংস্থায় স্থায়ীভাবে কর্মরত আছে, বিদেশ সফরের
ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার প্রদানের সুপারিশ করা হয় বৈঠকে। 

বৈঠকে কমিটি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় যেসব বেসরকারি
সংস্থা (এনজিও) কাজ করছে, সেগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একটি উপ কমিটি
গঠন করেছে।

স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহারকে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটির
অন্য সদস্য হলেন আনোয়ার হোসেন। উপ কমিটিকে এসব এনজিওর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন
করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির সভাপতি চুন্নু বলেন, “ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প
বিভিন্ন এনজিওর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা ওই এনজিওর একটি প্রতিনিধিদের ডেকে
তাদের কার্যক্রম জানতে চেয়েছি। তারা তাদের মত করে একটি ব্যাখ্যা দিয়েছে।

“তারা যেটা বলেছে, সেটা বাস্তবে কতটুকু সত্য সেটা জানার জন্য আমরা সাব
কমিটি করেছি। এই কমিটি সর্বিক বিষয়ে পর্যালোচনা করে রিপোর্ট করবে।“

বৈঠকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের
পদোন্নতির যোগ্য কর্মকর্তা কর্মচারীদের আগামী তিন মাসের মধ্যে পদোন্নতির প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে সভাপতি জানান।

মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো.
নজরুল ইসলাম চৌধুরী, শামসুন নাহার ও আনোয়ার হোসেন অংশ নেন।