শচীন টেন্ডুলকার তনয়া বলিউডে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হয়েছেন। এরই মধ্যে অভিনয়ের পাঠও নিচ্ছেন তিনি।
সারা লন্ডন ইউনিভার্সিটিতে মেডিসিনে পড়াশুনা শেষ করেছেন। তবে এরপর বেশ কয়েকটি ব্র্যান্ডের মডেল হয়েছেন। এখন গ্ল্যামার জগতের অংশ তিনি হতে চান, এমনটাই খবর ছড়িয়েছে।
এনিয়ে সারার মুখ থেকে কোনো কথা এখনও আসেনি।
সারা সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রামে ১৯ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার।
এর আগে জল্পনা ছিল যে অভিনেতা শাহিদ কাপুরের বিপরীতে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সারার। তখন শচীন বলেছিলেন, “আমার মেয়ে পড়াশুনায় ব্যস্ত। তার চলচ্চিত্রে আসার সব খবর ভিত্তিহীন।”
তবে এখন চিত্র বদলেছে বলেই ভারতের সংবাদ মাধ্যমের কবর।
সারা যে সিদ্ধান্তই নেন, তার বাবা-মা তাতে পুরোপুরি সমর্থন করেন বলে বলিউডলাইফ জানিয়েছে।