ক্যাটাগরি

শেরপুরে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইক যাত্রীর

নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে উপজেলার শিমুলতলায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে
এ দুর্ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ জানান।

নিহত নুরুজ্জামান ওরফে নুইরা (৪০) নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার গ্রামের
মৃত আব্দুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বছির আহমেদ বাদল জানান, রাতে দুই যাত্রী
নিয়ে ইজিবাইকটি নলিতাবাড়ী থেকে শিমুলতলীর দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে একটি বালুবাহী
ট্রাক ইজিবাইকটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইক চালক স্বপন মিয়াসহ আরেক যাত্রী
গুরুতর আহত হলে তাদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা
গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

“ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে নুরুজ্জামান মারা যান। গুরুতর আহত
অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ওসি আরও জানান, নকলা উপজেলার ছত্রকোণা সেফাকুড়ি এলাকায় চালকসহ ওই ট্রাকটি
আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।