ক্যাটাগরি

ক্যামেরা সমস্যা সমাধানে এস২০ আপডেট স্যামসাংয়ের

আপডেটের ফলে এস২০, এস প্লাস এবং এস২০ আল্ট্রার ফোকাস, এইচডিআর উন্নত হয়েছে এবং অ্যানিমেশন রূপান্তর আরও ভালো হয়েছে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

বিষয়টি প্রথমে টুইটারে জানায় আইস ইউনিভার্স। এ প্রসঙ্গে টুইটে আইস ইউনিভার্স লিখেছে, “টিসিটি ফার্মওয়্যার আপডেট করার চারদিনের মাথায়, আবারও গ্যালাক্সি এস২০ সিরিজের টিডি১ ফার্মওয়্যার আপডেট করা হয়েছে চীনে। আরও উন্নত করা হয়েছে ফোকাস, এইচডিআর এবং অ্যানিমেশন রূপান্তর। এ ছাড়াও উন্নত করা হয়েছে আরও অনেক কিছু”।

সম্প্রতি গ্যালাক্সি এস২০-এর জন্য স্যামসাংয়ের নিয়ে আসা এক আপডেটে ক্যামেরা ও অটোফোকাস সমস্যা ঠিক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে স্যামসাং। এক্সিনস চিপ সম্বলিত গ্যালাক্সি এস২০ ফোনগুলোর জন্য আন্তর্জাতিকভাবে আপডেটটি ছাড়া হয়েছে।

এ ছাড়াও ক্যামেরার উন্নতির লক্ষ্যে ফেব্রুয়ারিতে সফটওয়্যার আপডেট এনেছিল দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।