ক্যাটাগরি

বিটিএসের সুগার প্রযোজনায় আসছে সাইয়ের গান

এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মিউজিক সেনসেশন সাই (পার্ক জে সেং) তার
নবম অ্যালবাম ‘সাই নাইনথ’ আনতে যাচ্ছেন। সেই অ্যালবামের টাইটেল গান ‘দ্যাট দ্যাট’র প্রযোজনায় থাকছে কোরীয় ব্যান্ড
‘বিটিএস’র র‍্যাপার সুগা।

২৯
বছর বয়সী সুগা ( মিন ইউন গি) সম্প্রতি তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ‘দ্যাট দ্যাট’র একটি টিজার পোস্ট করে এ
ঘোষণা দেন।

সাইও
তার অফিসিয়াল টুইটার একাউন্টে তার বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘সাই নাইনথ’র টাইটেল এ গানটির টিজার
শেয়ার করেছেন।

টিজার
প্রকাশের পর বিটিএসের ভক্তরা অর্থাৎ বিটিএস আর্মি বেশ উচ্ছ্বসিত। ‘দ্যাট দ্যাট’ ২৯ এপ্রিল মুক্তি পাবে।

সাই
ও সুগা এই প্রথম একত্রে কাজ করলেন।

বয়সে
সুগার বেশ বড় হলেও কাজ করার সময় তারা বন্ধু হয়ে উঠেছেন বলে সাই জানিয়েছেন।
অন্যদিকে সুগা বলছেন, তিনি শুরুতে ‘নার্ভাস’ থাকলেও পরে ‘শৈশবের বন্ধু’র মতো হয়ে উঠেছেন।

প্রযোজক
হিসেবে এটি সুগার প্রথম কাজ নয়। এর আগেও তিনি প্রযোজক হিসেবে দক্ষিণ কোরিয়ার ও তার
বাইরের কয়েকজন শিল্পীর সঙ্গে কাজ করেছেন।