টাইমস অফ
ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ইতিহাসের উপর নির্মিত একটি সিনেমায় অভিনয় করবেন সাইফকন্যা।
এটি নির্মিত হবে ১৯৪২ সালের ‘ভারত ছাড় আন্দোলন’র উপর ভিত্তি করে।
ভারতীয়
বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্কভিলা জানিয়েছে, এ সিনেমাতে সারা মুখ্য ভূমিকায় অভিনয়
করবেন।
‘এক থি ডায়ান’ খ্যাত কানন আইয়ারের
নির্মিত সিনেমাটি বড় পর্দার বদলে আসতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যামাজন প্রাইম
ভিডিওতে।
সিনেমাটি প্রযোজনা করবে করন জোহরের
ধর্মাটিক এন্টারটেইনমেন্ট।
সাইফ আলি ও অমৃতা সিংয়ের মেয়ে
সারা এখন দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এর মধ্যে একটিতে তার বিপরীতে থাকছেন ভিকি কৌশল।
এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। ‘গ্যাসলাইট’ নামের অন্য সিনেমায় তার সহ অভিনেতা হিসেবে
থাকছেন বিক্রান্ত ম্যাসি।
২০১৮ সালে সারার বলিউডে অভিষেক
ঘটে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে।