বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার
তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন।
মঙ্গলবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে
বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকমণ্ডলীর সভাপতির
দায়িত্ব পেলেন।

কান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকমণ্ডলী। ছবি: টুইটার
এবার বিচারকমণ্ডলীতে জায়গা পেয়েছেন বলিউডের তারকা দিপীকা পাড়ুকোন।
নয় সদস্যের বিচারকমণ্ডলীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ
সদস্য রয়েছেন। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের
জন্য বেছে নেবেন তারা।
বিচারকমণ্ডলীতে যারা আছেন
বিচারকমণ্ডলীর সভাপতি অভিনয় শিল্পী ভিনসেন্ট
লিনডন (ফ্রান্স)
অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার
– রেবেকা হল (যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র),
অভিনয় শিল্পী দিপীকা পাড়ুকোন (ভারত)
অভিনয় শিল্পী নাওমি রাপাস (সুইডেন)
পরিচালক প্রযোজক, চিত্রনাট্যকার জাসমিন
ত্রিনকা (ইতালি)
পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আসগর
ফরহাদি (ইরান)
অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
লাজ লি (ফ্রান্স)
পরিচালক, চিত্রনাট্যকার জেফ নিকোলাস
(যুক্তরাষ্ট্র)
পরিচালক, চিত্রনাট্যকার যোয়াকিম ত্রির
(নরওয়ে)
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, জাসমিন ত্রিনকার সিনেমা ‘মারসেল!’
স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে এবার।
আগামী ২৮ মে বিচারকমণ্ডলীর নির্বাচিত সেরা সিনেমার জন্য নির্মাতার
হাতে তুলে দেওয়া হবে স্বর্ণপাম।