মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া দেড় মিনিটের এই কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, ক্ষতি হয়েছে অন্তত ৩০০ বাড়িঘরের।
ঘটনার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন এবং বুধবার সকালে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝড়ের সময় ঘরের দেয়ালচাপায় উম্মে কুলসুম নামের ১৩ বছরের একটি মেয়ের মৃত্যু হয়।”
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় যুবক শামীম ও শহিদুল সাংবাদিকদের জানান, প্রায় দেড় মিনিট স্থায়ী এই প্রবল ঝড় মুন্সীপাড়া গ্রামকে লণ্ডভণ্ড করে দিয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ের সময় গোয়াল ঘর ভেঙে দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয় বলে জানান ওই দুই যুবক।