ক্যাটাগরি

আওয়ামী লীগ ‘সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে’: ফখরুল

বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে এই সরকারের আগ্রসনটা সর্বগ্রাসী। এক দিকে আমার ইতিহাস বিকৃতি করছে, আরেক দিকে আমার অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে পরনির্ভরশীল করে ফেলছে।

“অন্যদিকে আমার রাজনীতিকে পুরোপুরিভাবে একটা একদলীয় শাসনব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমার যে মূল গণতান্ত্রিক চিন্তা-চেতনা, তার থেকে একেবারে সরিয়ে দিয়ে পুরো একনায়কতন্ত্র ফ্যাসিবাদী রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘পরিকল্পিতভাবে’ এসব করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “নট দ্যাট যে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যাপারটা তা না। একই সঙ্গে দার্শনিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সে কাজ করছে।”

সরকার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ‘ধ্বংস করে দিচ্ছে’ অভিযোগ করে উদাহরণ হিসেবে পুলিশ বাহিনীর দিকে আঙুল তোলেন ফখরুল। 

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “পুলিশ প্রথমে কী করল? বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের অ্যারেস্ট করে একজনকে তিন দিনের রিমান্ডে পাঠাল। অথচ দেখা যাচ্ছে, প্রত্যেকটি মিডিয়ায়, তাদের সমস্ত ইনভেস্টিগেটিভ রিপোর্টে দেখা যাচ্ছে, এর জন্য মূলত দায়ী হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

“আরেকবার দেখুন ওই পাশেই কলা বাগানে যে পার্ক দখল, বাচ্চাদের যে ফুটবল খেলার মাঠ, সেই মাঠ দখল সেখানে থানা বানাচ্ছে। এরকম অসংখ্য ঘটনা। আজকে বাংলাদেশে মানুষের কোনো রকমের নিরাপত্তা তো দূরের কথা, কী করে তাদের আরো বেশি করে হয়রানি করা যায়, সেই ঘটনাগুলো চলছে।”

শেরে বাংলা একেএম ফজলুল হকের মৃ্ত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনে ‘আজকের প্রেক্ষাপটে শেরে বাংলার প্রাসঙ্গিতকতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় বলি, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেজন্য আজকে শেরে বাংলা একেএম ফজলুল হক আমাদের কাছে আরো বেশি প্রাসঙ্গিক। আমরা যদি আমাদের মূল জায়গাটা বুঝি, আমাদের মূল অস্তিত্ব রক্ষা রক্ষার করার জন্য কাজ করতে পারি, তা হলে আমরা অবশ্যই সেই জায়গায় সফল হওয়ার চেষ্টা করতে পারব।”

শেরে বাংলার বর্ণাঢ্য জীবনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমরা শেরে বাংলা ফজলুল হক সম্পর্কে একেবারেই ভুলতে বসেছি। আমাদের পাঠ্যপুস্তক বাদ দিন, অন্যান্য যে বই পত্র রচনা হয় সেখানেও তার প্রাসঙ্গিকতা সেভাবে আসে না। আমরা যখন দেখি, স্মৃতি সংসদগুলো আলোচনা করে, সেখানে শেরে বাংলার উপরে গবেষণার কাজ করেছেন এই ধরনের মানুষ কিন্তু আমরা আসতে দেখি না, কথা বলতে শুনি না।

“এটা অত্যন্ত পরিকল্পিত… যে একটা মাত্র পরিবার, একটি মাত্র দর্শন, তাকেই সামনে নিয়ে আসার জন্যে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য আজকে সমস্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে।”

সংগঠনের সভাপতি আখতারুল আলম খানের সভাপতিত্বে এবং সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন এবং শেরে বাংলার নাতনী ফাহসিনা হক লীরা বক্তব্য রাখেন।