ক্যাটাগরি

চান্দিনায় লরি উল্টে ঢাকা-চট্টগ্রামের পথে জট, গরমে ভোগান্তি

বুধবার সকালে চান্দিনার দোতলা এলাকায় লরিটি উল্টে যায়; এরপর দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয় বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে এটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও যানজট নেই।

যাত্রী ও চালকরা জানায়, এমনিতে ঘরমুখো মানুষের কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। তার মধ্যে লরি উল্টে যাওয়ায় প্রচণ্ড গরমে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেকায়দায় পড়েছেন। বিকালে যান চলাচল স্বাভাবিক হলেও ধীর গতিতে গাড়ি চলাচল করছে।

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মিঠুন চন্দ্র বিশ্বাস বলেন, ঈদে ঘরমুখো মানুষ বেশি হওয়ার কারণে সড়কে যানবাহনের চাপ বেশি। আর দোতলায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে।

“যানজট নিয়ন্ত্রণ করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।”

কুমিল্লা-ঢাকার পথে চলাচলকারী একটি বাসের চালক মো. সুমন বলেন, “মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে চান্দিনা পর্যন্ত গাড়ির অনেক চাপ। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি পণ্যবাহী গাড়িও আছে। তবে চান্দিনার পরে আর তেমন যানজট নেই।

“সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দিয়ে পাঁচ ঘণ্টায় কুমিল্লা এসেছি। অথচ স্বাভাবিক সময়ে দুই ঘণ্টার পথ। রোজার মধ্যে প্রচণ্ড গরমে যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।”

বাসের যাত্রী শাহজাহান আলী বলেন, তিনি জরুরি কাজে দাউদকান্দি থেকে কুমিল্লা শহরে যাচ্ছেন। সকাল ১০টায় দাউদকান্দির গৌরীপুর থেকে বাসে রওনা দিয়ে প্রায় তিন ঘণ্টায় কুমিল্লা পৌঁছেছেন। অথচ স্বাভাবিক সময়ে এই পথ অতিক্রম করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগার কথা।

চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক মনু মিয়া বলেন, প্রচণ্ড গরম আর রোজার মধ্যে যানজটে আটকে থাকা খুবই কষ্টদায়ক। গরমে শরীর জ্বালাপোড়া করছে। ঈদের সময় যানজট আরও বাড়তে পারে।

বাসচালক মনির হোসেন বলেন, দিনভর মানুষ অনেক কষ্টে ছিল। গাড়ির প্রচুর চাপ আর টোল নেওয়ায় ধীরগতির কারণে যানজট লেগেই ছিল।

 

আরও পড়ুন:

বহরে যুক্ত হয়েই বিকল ফেরি, শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোটে ভিড়
 

ঈদযাত্রা: সড়কে বালুবাহী ট্রাক আর তিন চাকার যান নিয়ে শঙ্কা
 

ভোগান্তি এড়াতে আগেই ঈদযাত্রা
 

ঈদযাত্রা: জয়দেবপুর-এলেঙ্গা সড়কে ৩ ফ্লাইওভার খুলছে
 

দৌলতদিয়া ঘাটে বাস-ট্রাকের ৬ কিলোমিটার লাইন
 

ঈদযাত্রা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০ দিন ‘পণ্যবাহী’ গাড়ি বন্ধ
 

ঈদযাত্রা: শিমুলিয়া-বাংলাবাজার রুটে আসছে আরও ৪ ফেরি
 

শিমুলিয়ায় লঞ্চ চলার সময় বাড়ল ২ ঘণ্টা
 

ঈদযাত্রা: পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, তবু ভরসা পাচ্ছেন না যাত্রী
 

ঈদযাত্রা: দৌলতদিয়া-পাটুরিয়া পারাপারে দুর্ভোগ বাড়ার শঙ্কা
 

জাজিরায় আরেকটি ঘাট, বাংলাবাজারের পথে রাতেও ফেরি
 

ঈদযাত্রা: এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রাস্তা নিয়ে দুঃশ্চিন্তা
 

২ সেতু খুলে উত্তরের ঈদযাত্রা সামলানোর চেষ্টা
 

ঈদে ভোগান্তির শঙ্কায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক
 

সংস্কার: সিরাজগঞ্জ মহাসড়কে যানজটে নাস্তানাবুদ
 

সিরাজগঞ্জে মহাসড়কের যানজট যেন নিত্যসঙ্গী
 

সাভারে আট লেনের কাজ আর যানজট ভোগাবে ঘরমুখোদের
 

ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম পথে ‘ভোগাবে বাজার, সংস্কার কাজ’