মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে
বিজিবি জানিয়েছে।
আটকদের মধ্যে তিন জন পুরুষ, ১০ জন নারী ও একজন শিশু রয়েছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল
ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে গোপন সংবাদ পেয়ে বিজিবির মাটিলা
বিওপির একটি টহল দল অভিযান চালায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে। বাংলাদেশের ভেতর সীমান্তের
১০০ গজের মধ্যে তাদের আটক করা হয়।
“আটকদের বাড়ি বগুড়া, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, খুলনা, নড়াইল ও মাগুর
জেলায় বলে তারা জানিয়েছেন।”
বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে
বলে এই বিজিবি কর্মকর্তা জানান।