ক্যাটাগরি

ফরিদপুরে বাটা দোকানে মূল্য কারসাজির জরিমানা

বুধবার এক ভোক্তার
অভিযোগের পর শহরের মুজিব সড়কে ‘বাটা সু-স্টোরে’ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।   

জেলা ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, অভিযোগকারী ভোক্তা নাতাশা হক
গত ১২ এপ্রিল শহরের মুজিব সড়কের ‘বাটা সু-স্টোর’ থেকে এক জোড়া স্যান্ডেল ক্রয়
করেন। বাসায় গিয়ে দেখেন স্যান্ডেলে দুটি প্রাইস ট্যাগ লাগানো। পরবর্তীতে বাটা
শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার দেয়নি।

“তখন তিনি ভোক্তা
অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেন।” 

সোহেল শেখ আরও বলেন, প্রতিশ্রুত
পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করায় এবং ভোক্তাদের সঙ্গে মূল্য নিয়ে
প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়
কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এ ধরনের
কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়। 

অভিযানে জেলা
স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন ও পুলিশের একটি টিম সহযোগিতা করে।